
প্রকাশিত: Tue, Jan 16, 2024 11:46 AM আপডেট: Wed, Jul 9, 2025 4:27 AM
[১]প্রধানমন্ত্রীর নির্দেশে আজ থেকে বাজার মনিটরিং শুরু, কারসাজিতে জড়িতরা নজরদারিতে
আনিস তপন: [২] সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা। বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
[৩] সরকার গঠনের পর দিনই বাজারে চালসহ নিত্যপণ্যে দ্রব্যের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের দৃশ্যমান কোন কার্যক্রম নেই। এই বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। তাই আশা করছি মঙ্গলবার থেকেই পণ্যমূল্য নিয়ন্ত্রণে কার্যক্রম শুরু হবে।
[৪] সচিব বলেন, মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী সর্বাত্মক প্রচেষ্টা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদেরকে নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে আসন্ন পবিত্র রমজান মাসে যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে এবং রোজায় যেসব পণ্যের চাহিদা স্বাভাবিক থাকে সে বিষয়েও কাজ করতে বলেছেন তিনি।
[৫] সচিব বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে কর্মপরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নে মনিটরিং করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি কৃষি উৎপাদনের কথা বলেছেন। কৃষি উৎপাদন যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেদিকে নজর রাখতে বলেছেন এবং একইসঙ্গে কৃষিপণ্য সংরক্ষণের সংরক্ষণাগার এরইমধ্যে কিছু তৈরি করা হয়েছে আরো তৈরি করার জন্য নির্দেশনা দিয়েছেন।
[৬] সচিব বলেন, স্মার্ট বাংলাদেশের জন্য চারটি স্তম্ভ স্মার্ট সিটিজেন, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি এবং স্মার্ট জনগণ। সব মন্ত্রণালয়কে বলা হয়েছে, ওই মন্ত্রণালয় যে অংশের সঙ্গে জড়িত, সেই অংশটুকু যেন তারা পরিকল্পনা এবং সেই অনুযায়ী বাস্তবায়ন করে।
[৭] সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে, দুর্নীতির বিরুদ্ধে ওনার জিরো টলারেন্স থাকবে।
[৮] যেসব প্রকল্প প্রায় শেষ পর্যায়ে আছে সেগুলো দ্রুত শেষ করার জন্য নির্দেশনা দিয়ে বলেছেন, নতুন প্রকল্প নেওয়ার আগে সেটি কীভাবে জনগণের কল্যাণে লাগবে, সেটি খুব ভালোভাবে পরীক্ষা করতে বলেছেন। সম্ভাব্যতা যাচাই করে যেন প্রকল্প প্রণয়ন করা হয় এবং সে প্রকল্প বাস্তবায়ন করা হয় তাও নির্দেশনায় বলেছেন। সরকারি যে শূন্য পদগুলো আছে, সেগুলোতে নিয়োগের ব্যবস্থা করতে নির্দেশনা দিয়েছেন।
[৯] মন্ত্রিসভার বৈঠকে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির প্রদেয় ভাষণের খসড়া অনুমোদন করা হয়।
[১০] সভার শুরুতে আবারও সরকারপ্রধান নির্বাচিত হওয়ায় মন্ত্রিসভার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী

[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত

[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত

[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র

[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
